Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Odisha

1 year ago

Odisha:২৬-তম রাজ্যপাল পেল ওডিশা, শপথ নিলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস

Former Chief Minister of Jharkhand Raghubar Das
Former Chief Minister of Jharkhand Raghubar Das

 

ভুবনেশ্বর, ৩১ অক্টোবর : নতুন তথা ২৬-তম রাজ্যপাল পেল ওডিশা। মঙ্গলবার ওডিশার ২৬-তম রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রঘুবর দাসকে ওডিশার রাজ্যপাল পদে শপথবাক্য পাঠ করান ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি।

শপথগ্রহণ অনুষ্ঠানে রঘুবর দাসের পরিবারের সদস্য-সহ ৮০ জন অতিথি উপস্থিত ছিলেন। রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ার প্রাক্কালে ভুবনেশ্বরে ভগবান লিঙ্গরাজের আশীর্বাদ পেতে সকালেই লিঙ্গরাজ মন্দিরে যান রঘুবর দাস। ওডিশা ও ভারতকে উন্নয়ন ও সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন তিনি।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর ওডিশার রাজ্যপাল হিসেবে রঘুবর দাসকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি অধ্যাপক গণেশি লালের স্থলাভিষিক্ত হলেন।


You might also like!