Odisha

1 year ago

Nirmala, Pradhan at Puri temple : পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন নির্মলা ও ধর্মেন্দ্র, ঘুরে দেখলেন সমুদ্র সৈকত

Nirmala, Pradhan at Puri temple  (Collected)
Nirmala, Pradhan at Puri temple (Collected)

 

পুরী, ১৭ আগস্ট : পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলার পাশাপাশি বৃহস্পতিবার সকালে জগন্নাথ মন্দিরে পুজো দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। তাঁদের সঙ্গে ছিলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্রও। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর পুরীর সমুদ্র সৈকত (ব্লু ফ্ল্যাগ সৈকত) ঘুরে দেখেন তাঁরা। সেখানে প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক দ্বারা 'মেরি মাটি মেরা দেশ' থিমের উপর তৈরি বালি শিল্প পরিদর্শন করেন তাঁরা।

বৃহস্পতিবার অনেক সকালেই পুরীর জগন্নাথ মন্দিরে পৌঁছে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র প্রমুখ। ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্ররার কাছে প্রার্থনা করেন তাঁরা। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর পৌঁছে যান পুরীর সমুদ্র সৈকতে। সেখানে বেশ কিছুটা সময় কাটান তাঁরা।


You might also like!