Odisha

2 weeks ago

Narendra modi reaches odisha :মুখ্যমন্ত্রী মোহন মাঝির শপথ অনুষ্ঠানে ওডিশা পৌঁছলেন মোদী

Modi arrived in Odisha for the swearing-in ceremony of Chief Minister Mohan Majhi
Modi arrived in Odisha for the swearing-in ceremony of Chief Minister Mohan Majhi

 

ভুবনেশ্বর, ১২ জুন : ওডিশার মুখ্যমন্ত্রী মোহন মাঝির শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষ্যে বুধবার ভুবনেশ্বরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বিমানবন্দরে নামতেই তাঁকে স্বাগত জানান ওডিশার রাজ্যপাল রঘুবর দাস ও ওডিশার হবু মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।

উল্লেখ্য, বুধবার বিকেলে ওডিশার মাটিতে প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন জনজাতি সম্প্রদায়ের নেতা মোহনচরণ মাঝি। এদিন দুপুরে মোহন মাঝি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দল (বিজেডি)-এর প্রধান নবীন পট্টনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জানা গিয়েছে, প্রবীণ রাজনৈতিক নেতা নবীন পট্টনায়ক শুভেচ্ছা ও অভিনন্দন জানান মোহন চরণ মাঝিকে।


You might also like!