কটক, ৭ জানুয়ারি : ওডিশার কটকের ধবলেশ্বর মন্দিরে পুজো দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রবিবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় কটকের ধবলেশ্বর মন্দিরে পূজার্চনা করেন রেলমন্ত্রী বৈষ্ণব। মন্দিরে পুজো দেওয়ার পর তিনি বলেন, "আজ আমি বাবা ধবলেশ্বরের দর্শন পেয়েছি, সৌভাগ্যবান মনে হচ্ছে। ভক্তি কেন্দ্র হিসাবে এই এলাকার উন্নয়নের বিষয়ে আমি পুরোহিত এবং অন্যদের সঙ্গে কথা বলেছি।"
ওডিশা তথা জাতীয় রাজনীতিতে গুঞ্জন শোনা যাচ্ছে যে, কটক থেকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন অশ্বিনী বৈষ্ণব, এই গুঞ্জনকে খারিজ করে দিয়ে রবিবার তিনি বলেছেন, "না, তেমন কিছু নেই। আমি দলের একজন কর্মী মাত্র। দল আমাকে যা বলে আমি তাই করি।"