Livelihood message

10 months ago

WB Cooperative Service Commission Recruitment : কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মখালি, বেতন ৮০ হাজার পর্যন্ত

WB Cooperative Service Commission Recruitment
WB Cooperative Service Commission Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন । ব্রাঞ্চ ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে । আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই । আবেদনের শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি । ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অফলাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন । কীভাবে আবেদন করবেন,শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কত, জেনে নিন খুঁটিনাটি...

শূন্যপদ

ব্রাঞ্চ ম্যানেজার (১)

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.কম বা বিএসসি অনার্স নিয়ে পাশ করতে হবে । এছাড়া, কোনও ব্যাঙ্কে ম্যানেজর পদে ন্যূনতম দু’বছরের অভিজ্ঞতা থাকা জরুরি । একই সঙ্গে কম্পিউটার ও ইংরেজি কথোপকথনেও দক্ষতা থাকা আবশ্যিক ।

মাসিক বেতন

ব্রাঞ্চ ম্যানেজার পদে বেতন ২৮,৫০০-৮২,৫৫০ টাকা পর্যন্ত

চাকরির স্থান

কলকাতার ঢাকুরিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে ।

You might also like!