Livelihood message

9 months ago

Recruitment 2024: হাওড়া জেলার পঞ্চায়েতে নিয়োগের সুযোগ, মাসিক বেতন ১৬ হাজার

Recruitment opportunity in Panchayat of Howrah district, monthly salary 16 thousand
Recruitment opportunity in Panchayat of Howrah district, monthly salary 16 thousand

 


দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃরাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল হাওড়া জেলা জুড়ে। নিয়োগ হবে পঞ্চায়েতে।

পদের নাম

হোমিওপ্যাথি্ক এবং আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার।

শূন্যপদ

৩৩টি

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে স্নাতক ডিগ্রি থাকতে হবে হোমিওপ্যাথিক অথবা আয়ুর্বেদ চিকিৎসায়।

মাসিক বেতন

এই পদের মাসিক বেতন ১৬ হাজার টাকা।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

ওয়েবসাইট থেকে ফর্ম নিয়ে অফলাইনে আবেদন করতে হবে।

আবেদন করার ঠিকানা

হাওড়া জেলার ব্লক অনুযায়ী ব্লক আধিকারিক অফিসে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ

১৬ এপ্রিল ২০২৪।

You might also like!