Livelihood message

9 months ago

CAT 2023 Result: ক্যাট পরীক্ষায় কেবল ইঞ্জিনিয়াররাই! সেরাদের মধ্যে নেই বাংলা

Only engineers in CAT exam! Bengal is not among the best
Only engineers in CAT exam! Bengal is not among the best

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ IIM Lucknow ২০২৩ এর ফলাফল ঘোষণা করেছে। কমন অ্যাডমিশন টেস্টে যারা বসেছিলেন তারা আইআইএম ক্য়াট iimcat.ac.in এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন ফলাফল।

কিভাবে ফল জানা যাবে? 
প্রথমে IIM CAT -এর ওয়েবসাইটে যান (iimcat.ac.in
সেখানকার হোমপেজে রেজাল্টের লিঙ্ক পেয়ে যাবেন।
সেখানে একটা নতুন পেজ খুলে যাবে।
এরপর সাবমিটে ক্লিক করুন।
একটা হার্ড কপি নিজের কাছে রেখে দিন।
এদিকে এবার ফলাফল অনুসারে দেখা যাচ্ছে যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড রয়েছে তাদের এই ক্য়াট পরীক্ষায় বেশ ভালো ফল হয়েছে।

প্রথম তিনটি স্থানে রয়েছেন সব মিলিয়ে ৭২জন। তার মধ্য়ে ১৪জন পেয়েছেন ১০০ পার্সেন্টাইল, ২৯জন পেয়েছেন ৯৯.৯৯ পার্সেন্টাইল আর বাকি ২৮জন পেয়েছেন ৯৯.৯৮ পার্সেন্টাইল। এই তালিকায় একমাত্র একজন মহিলা রয়েছেন। তিনি ৯৯.৯৯ পেয়েছেন।

আর সব থেকে বড় কথা এই প্রথম তিনটি স্থানে থাকা ৭২জনের মধ্য়ে ৫৩জনই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আর ১৯জন রয়েছেন নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে।
সব মিলিয়ে ১৪জন প্রার্থী পেয়েছেন সবার সেরা নম্বর। তার মধ্য়ে সকলেই ছাত্র। তারা পেয়েছেন ১০০ পার্সেন্টাইল। তার মধ্য়ে ৪জন মহারাষ্ট্রের, ২জন তেলাঙ্গানার, ইউপি, অন্ধ্রপ্রদেশ, দিল্লি, গুজরাট, কাশ্মীর, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ুর পড়ুয়ারা রয়েছেন।

দ্বিতীয় স্থানে ২৯জন রয়েছেন। তার মধ্য়ে তারা পেয়েছেন ৯৯.৯৯ পার্সেন্টাইল নম্বর। ৯জন মহারাষ্ট্রের, ৭জন দিল্লির, ৪জন কর্ণাটকের, ২জন ইউপির, তেলেঙ্গানা, হরিয়ানার ও বিহার, বাংলা, বাংলার একজন করে। এর মধ্য়ে মাত্র একজন ছাত্রী রয়েছেন। এর মধ্য়ে ২২জনই ইঞ্জিনিয়ারিং পড়ে এসেছেন।

বাকি ২৯জন প্রার্থীর মধ্য়ে আটজন মহারাষ্ট্রের, তিনজন করে দিল্লির, রাজস্থানের, তেলেঙ্গানার, ইউপির। দুজন করে বাংলার, একজন করে বিহার, গুজরাট, হরিয়ানা,কর্ণাটক, কেরল ওড়িশার আর তামিলনাড়ুর।
প্রসঙ্গত গত ২৬ নভেম্বর এই পরীক্ষা হয়েছিল। দেশের ১৬৭টি শহরে এই পরীক্ষা হয়েছিল।

You might also like!