Livelihood message

1 year ago

Union Public Service Commission Recruitment: কর্মী নিয়োগ হতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে, জেনে নিন যাবতীয় তথ্যাবলী

Job Vecency (Symbolic Picture)
Job Vecency (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আপনি যদি ভারতীয় হন তবে আপনি ও পেতে পারেন কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের এই চাকরি। এই চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পড়ুন এই প্রতিবেদনটি। 

Junior Translation Officer পদে কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে । এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিন্দি বা ইংরেজিতে স্নাতকোত্তরস্তর উত্তীর্ণ হতে হবে। 

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্য ৩০ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরিতে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ৬ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে।

Air Worthiness Officer পদেও কর্মী নিয়োগ করা হবে এই সংস্থায়। এই চাকরির জন্য আবেদনকারীদের যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অঙ্ক বা পদার্থবিদ্যায় স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। অথবা বিমানের রক্ষণাবেক্ষণ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা টেলিকমিনিউকেশন ইঞ্জিনিয়ারিং উত্তীর্ণ হওয়ার ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা ও বেতন-

এই চাকরির জন্য ৩৫ বছরের মধ্যে থাকা চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। তবে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এই পদে চাকরিতে কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের লেভেল ১০ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে।

Air Safety Officer পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্য যে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করার ডিগ্রি থাকতে হবে।

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরিতে ৩৫ বছরের মধ্যে থাকা প্রার্থীরা আবেদনের যোগ্য। তবে তফসিলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। এক্ষেত্রেও কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের ১০ পে ম্যাট্রিক্স অনুযায়ী বেতন মিলবে। 

উপরোক্ত চাকরিগুলির জন্য অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবাসইট  http://www.upsconline.nic.in-এ ভিজিট করতে পারেন।উপরোক্ত চাকরি গুলির আবেদন জানানোর শেষ তারিখ ১৩ জুলাই, ২০২৩। 

You might also like!