Livelihood message

11 months ago

Krishi Vigyan Kendra Recruitment : রাজ্যের কৃষি বিভাগে নিয়োগ, রইল আবেদন পদ্ধতি

Krishi Vigyan Kendra Recruitment
Krishi Vigyan Kendra Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রাজ্যের রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন।

পদের নাম

স্কিল্ড সাপোর্টিং স্টাফ, স্টেনোগ্রাফার

শিক্ষাগত যোগ্যতা

স্কিল্ড সাপোটিং স্টাফ পদে আবেদনের জন্য মাধ্যমিক পাস করতে হবে। সঙ্গে আইটির সার্টিফিকেট প্রয়োজন। আর স্টেনোগ্রাফার পদের জন্য উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারের সপ্তম পে কমিশন অনুযায়ী বেতন ধার্য করা হয়েছে।

বয়সসীমা

পদের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।

আবেদন পদ্ধতি

অফলাইন পদ্ধতিতে আবেদনপত্র জমা করতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা

Principal, Palli Siksha Bhavana, Visva-Bharati, P.O. Sriniketan, Dist: Birbhum, Pin-731236

আবেদন ফি

আবেদন করার জন্য ৫০০ টাকা ফি ধার্য করা হয়েছে।

আবেদনের শেষ তারিখ

২১ জানুয়ারি ২০২৪।

You might also like!