Livelihood message

1 year ago

Job Opportunities For Madhamik Passed : মাধ্যমিক ডিঙোলেই সরকারি দফতরে চাকরির দারুণ সুযোগ, জেনে নিন সব তথ্য

Job Opportunities For Madhamik Passed ( Symbolic picture )
Job Opportunities For Madhamik Passed ( Symbolic picture )

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাধ্যমিক পাশ করলেই এবার সরকারি চাকরির সুযোগ থাকছে। রাজ্যেরই জেলা দফতরে মাধ্যমিক পাশে ক্লার্ক-সহ একাধিক পদে নিয়োগ করা হবে। এই চাকরিগুলির জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে অন্যন্য প্রয়োজনীয যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি। 

Clerk cum Compounder পদে কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়াও চাকরিপ্রর্থীদের যে কোনও স্বীকৃত সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট হতে হবে।

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির ক্ষেত্রে ১৮ থেকে ৩৭ বছর বয়সীরা আবেদনের যোগ্য। এক্ষেত্রে মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা। 

Cook পদেও কর্মী নিয়োগ করা হবে। এই পদে চাকরির জন্যও কমপক্ষে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাজের অভিজ্ঞতা থাকা চাই।

বয়সসীমা ও বেতন-

এই পদে চাকরির জন্যও আবেদনকারীদের ১৮ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। মাসে বেতন মিলবে ১২ হাজার টাকা

Officer in Charge পদেও কর্মী নিয়োগ করা হবে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের Social Work, Sociology, Psychology, Law, Sociology, Child Development প্রভৃতি যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

বয়সসীমা ও বেতন-

২৭ থেকে ৪২ বছর বয়সীরা এই পদে চাকরির জন্য আবেদনের যোগ্য। এই পদে চাকরিতে মাসে বেতন মিলবে ৩৩,১০০ টাকা।

আবেদন পদ্ধতি-

Officer in Charge ও Clerk cum Compounder পদে চাকরির জন্য অনলাইনে আবেদন করতে হবে। Cook-সহ বাকি পদগুলির জন্য অফলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে চাকরিপ্রর্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পারেন- https://hooghly.nic.in/

আবেদনের শেষ তারিখ-

উপরোক্ত পদগুলিতে চাকরির জন্য আবেদন জানানোর শেষ তারিখ ১৪ অগাস্ট, ২০২৩।


You might also like!