Livelihood message

8 months ago

BHEL Recruitment 2024: BHEL-এ নিয়োগের বিজ্ঞপ্তি, মাসিক বেতন ৯৫ হাজার টাকা

BHEL Recruitment
BHEL Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডে (BHEL) নিয়োগের বিজ্ঞপ্তি। কন্ট্র্যাক্টচুয়াল মেডিকেল প্র্যাকটিশিনর (GDMO) পদে নিয়োগ। আবেদনকারীর বয়স সর্বাধিক ৪৫ বছর হতে পারে। আবেদনকারীর MBBS ডিগ্রি থাকতে হবে।

পদ

পজিশন অফ কন্ট্রাক্টচুয়াল মেডিকেল প্র্যাকটিশনার পদে নিয়োগ হবে।

শূন্যপদ

এই পদে মোট ২জনকে নিয়োগ করা হবে।

বেতন

এই পদে যোগ্য আবেদনকারীদের মাসিক বেতন হবে ৯৫ হাজার টাকা।

বয়সসীমা

১ মার্চ, ২০২৪-এর মধ্যে আবেদনকারীদের বয়স হতে হবে ৪৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে MBBS ডিগ্রি থাকতে হবে। ওয়াক ইন ইন্টারভিউ হবে। ইন্টারভিউ দিতে যাওয়ার সময়, সঙ্গে নথি নিয়ে যেতে হবে। ইন্টারভিউ হবে সিএমএস অফিস, BHEL ঝাঁসি হাসপাতাল, খাইলার ঝাঁসি।

আবেদনের শেষ দিন

আবেদনের শেষ দিন ২৯ এপ্রিল, ২০২৪

You might also like!