Livelihood message

11 months ago

Baranagar Municipality Recruitment: বরানগর পুরসভায় চাকরির সুযোগ, মাধ্যমিক পাশেই আবেদন করুন

Baranagar Municipality Recruitment
Baranagar Municipality Recruitment

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। মাধ্যমিক পাশেই হেলথ ওয়ার্কার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বরানগর পুরসভায়।

পদের নাম

হনরারি হেলথ ওয়ার্কার

শূন্যপদ

৩টি

শিক্ষাগত যোগ্যতা

শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বয়সসীমা

প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন

এই পদের মাসিক ভাতা ৪ হাজার ৫০০ টাকা।

আবেদন পদ্ধতি

baranagarmunicipalityservices.co.in এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করে অফলাইনে আবেদন করতে হবে।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

BARANAGAR MUNICIPAL OFFICE, 87, Deshbandhu Road(E), Kolkata-700 035

আবেদনের শেষ তারিখ

৩০ জানুয়ারি ২০২৪।

You might also like!