Life Style News

1 year ago

Face Pack : শীতের ত্বকের যত্নে রাখুন এই তিন ফ্রুট প্যাক

Winter fruits for glowing skin
Winter fruits for glowing skin

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের রুক্ষ আবহাওইয়াতেও ত্বক কে সতেজ ও জেল্লাদার বানানোর জন্য বিশেষ যত্নের প্রয়োজন। এক্ষেত্রে ত্বকের যত্নে যদি কেমিক্যাল বেস প্রসাধনের বদলে যদি প্রাকৃতিক উপাদানের মাধ্যমে ত্বকের পরিচর্চা করা সেক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও  ভাল ফলাফল পেতে পারেন। 

শরীরেরে আভ্যন্তরীন পরিচর্চার জন্য আমরা মরসুমি ফল ও শাক সবজি গ্রহন কর থাকি। তবে এই সব ফল বা সবজি যে  শুধুমাত্র শরীরে যত্ন নেয় তা নয়, শীতকালে শুষ্ক ত্বকের দেখাশোনাও করে। ত্বক এবং শরীরের যত্ন একসঙ্গে নিতে চাইলে কোন শীতকালীন ফলগুলির উপর ভরসা রাখতেই হবে। 

এমন ই কিছু ফ্রুট ফেসপ্যাকের সুলুক সন্ধান জানতে দেখুন দুরন্ত বার্তার জীবন ধারার বিভাগটি। 

আপেলঃ 

আপেল শরীরের পাশাপাশি যত্নে রাখে ত্বকও। খোসা ছাড়িয়ে আপেলের অর্ধেক অংশ বেটে নিন। এর সঙ্গে দু’চামচ মধু মিশিয়ে ত্বকে মাখুন। কিছু ক্ষণ রাখার পর ভাল করে ধুয়ে নিন ত্বক। 

পাকা কলাঃ 

সব ধরনের ত্বকের জন্যই এই প্যাক খুবই উপকারী। পাকা কলার সঙ্গে এক চামচ মধু ও আধ চামচ দই মেশান। কলা প্রাকৃতিক টোনার। এর সঙ্গে মধু ও দইয়ের মিশেল ত্বককে উজ্জ্বল ও নরম করতে সাহায্য করে। দশ মিনিট রেখে ধুয়ে নিন এই প্যাক।এই প্যাকের গুনে ত্বকে আলাদাই জেল্লা আসবে। 

কমলা লেবুঃ 

ত্বকের যত্নে কমলালেবুর উপকারিতা সবার জানা । কমলালেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে নিন। এ বার এর সঙ্গে এক চামচ ওটমিল, কয়েক ফোঁটা মধু ও এক চামচ টক দই মেশান। কমলালেবুর খোসা ত্বকের মৃত কোষ ঝরাতে ও ত্বককে পরিষ্কার করতে বিশেষ সাহায্য করে। মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার। বাইরে বেরোলে শরীরের যে সব অংশ খোলা থাকে, সে সব স্থানে এই প্যাক ১৫ মিনিট মাখিয়ে রাখুন। শুকিয়ে এলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। 

You might also like!