Life Style News

7 months ago

Attar Vs Perfume: কেউ আতর পছন্দ করেন, আবার কেউ করেন পারফিউম! দুইয়ের মধ্যে আসল ফারাক কোথায় জানুন

Attar Vs Perfume
Attar Vs Perfume

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনেকই আতর লাগাতে ভালোবাসেন, কারও আবার পছন্দের তালিকায় থাকে পারফিউম। কিন্তু এই স্প্রে পারফিউম ও আতরের মধ্য়ে পার্থক্য জানেন না অনেকেই। আপনিও কি জানেন? কোনটি লং লাস্টিং, কোনটিই বা বেশি দামি? এসব তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এই প্রবন্ধে।

পারফিউম কী?

পারফিউম একটি এক ধরনের সিন্থেটিক সেন্ট, যাতে জল, অ্যালকোহল এবং এসেনশিয়াল অয়েল ব্যবহার করা হয়। আপনি এটি ত্বকের উপরেও যেমন ব্যবহার করতে পারেন, তেমনই পোশাকের উপরেও স্প্রে করতে পারেন। দুই ক্ষেত্রেই এটি বেশ কার্যকরী। সাধারণত বাম, রেইজিন বা অন্যান্য় উপাদান থেকে এই পারফিউম তৈরি করা হয়।

আতর কী ভাবে তৈরি হয়?

আতর হল এক ধরনের অয়েল বেসড সুগন্ধি। সাধারণত প্রাকৃতিক এসেনশিয়াল অয়েল থেকে এই আতর তৈরি করা হয়। যেমন ধরুন চন্দনের তেল থেকে হাইড্রো ডিস্টিলেশন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এক বিশেষ ধরনের সুগন্ধি। এক্ষেত্রে কখনও ফুল, পাতা এবং শিকড়ও ব্যবহার করা হয়।

প্রাকৃতিক বনাম সিন্থেটিক

সম্পূর্ণ প্রাকৃতিক পদ্ধতিতে তৈরি করা হয় আতর, এমনকী খাঁটি আতরে অ্যালকোহল বা অন্য কোনও সিন্থেটিক উপাদানও ব্যবহার করা হয় না।

অন্যদিকে পারফিউম তৈরি করার সময়ে নানা ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। তাই এটি ত্বকে লাগালে অনেক সময়ে ক্ষতির আশঙ্কা তৈরি হয় কিংবা পোশাকের রংও নষ্ট হয়ে যেতে পারে।

পারফিউম জামা-কাপড়ে স্প্রে করার পরে কয়েক ঘণ্টা তো থাকবেই। এমনকী সারা দিনও তার সুগন্ধের ছোঁয়া থেকে যেতে পারে। অন্যদিকে খাঁটি আতর একবার ত্বকে লাগালে জল দিয়ে ধোয়ার পরেও তার গন্ধ সহজে যে যাবে না, সে কথা বলাই বাহুল্য!

দামের ফারাকও রয়েছে

আতর তৈরিতে সাধারণত খুবই উন্নতমানের উপাদান ব্যবহার করা হয়। তাই এই সুগন্ধির দামও হয় অনেক বেশি! মাত্র ১০ মিলি-এর দাম ১০ হাজার টাকাও হতে পারে! অনেক বিশেষজ্ঞর বলেন, আতর যত পুরনো হয়, তার দামও নাকি ততই বেশি হয়।

এদিকে স্প্রে পারফিউম কিনতে পারেন প্রায় সকলেই। সবরকম দামেই মেলে। কেমিক্যাল সমৃদ্ধ এসব সুগন্ধি হাত বাড়ালেই পেতে পারেন আপনিও।

You might also like!