Life Style News

1 year ago

Skin Care:উজ্জ্বল ত্বকের জন্য রইল ৩ টি ভেষজ টোটকা

skin 1
skin 1

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ত্বক ভালো রাখতে কেমিক্যাল সমৃদ্ধ প্রসাধনী যত কম ব্যবহার করা যায় তত ভালো। মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে ভরসা রাখুন ভেষজে!

অ্যালোভেরা, বেসন ও হলুদ

ত্বক ও চুলের যত্নে অ্যালোভেরার জুড়ি মেলা ভার। এই উপাদানটি ত্বক ঠান্ডা রাখতেও সাহায্য করে। হলুদে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোলাজেন উৎপাদন ঠিক রাখে। বেসন ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে। ১ চা চামচ বেসন, ১ চা চামচ হলুদ ও ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে একটি পেস্ট বানিয়ে মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।      

চিনি ও লেবুর রস

ত্বকের মরা চামড়া ও ব্ল্যাকহেডস দূর করতে দারুন কার্যকরী এই টোটকা। ২ টেবিল চামচ চিনির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ম্যাসাজ করে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মধু

মধুতে আছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। ব্রণ দূর করতে মধু ব্যাপক সাহায্য করে। এছাড়া ত্বক হাইড্রেটেড রাখতেও মধুর জুড়ি নেই। ত্বকে সরাসরি মধু লাগিয়ে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এতে ত্বক মসৃণ ও উজ্জ্বল হবে। 


You might also like!