Life Style News

1 year ago

Beauty Tips : গরমে চুল চিটচিট করছে? চুলের তৈলাক্তভাব দূর করতে চান? দেখে নিন সহজ কিছু পন্থা

Hair Care
Hair Care

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম পড়তে শুরু করে দিয়েছে। এই সময় চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে। সারাদিন বাইরে ঘুরে কাজ করলে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। ফলে চুল তৈলাক্ত হয়ে যায়। চুল পড়ার সমস্যা বাড়তেই থাকে। কীভাবে ঘরোয়া উপায়ে তৈলাক্ত চুলের যত্ন নেবেন দেখে নিন,

সাধারণত সপ্তাহে দুদিন অন্তর শ্যাম্পু করলেই ভালো থাকে চুল।গরমে খুব বেশি ঘাম হয়। তাতে চুল আরও বেশি তৈলাক্ত হয়ে যায়।চুল পড়ার সমস্যাও বেড়ে যায়।তাই গরমকালে একদিন অন্তর শ্যাম্পু করা প্রয়োজন।শ্যাম্পু করার পর বেশি করে জল দিয়ে চুল ধুয়ে নেওয়া উচিত। 

গরমে কন্ডিশনার ব্যবহার না করাই ভাল।এতে চুল বেশি তৈলাক্ত হয়ে পড়ে। এছাড়াও চুলের তৈলাক্ত ভাব দূর করতে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন।

চুলের পরিচর্যা করতে অনেকেই বাড়িতে বানিয়ে নেন মাস্ক।চুলের মাস্ক তৈরি করতে ব্যবহার করতে পারেন অ্যালভেরা,লেবুর রস,আপেল সিডার ভিনিগার, চায়ের লিকার,মধু,কলা।

You might also like!