Life Style News

1 year ago

Holi : দোলের জেদি রঙ তুলতে নাজেহাল! কীভাবে তুলবেন রঙ? জেনে নিন সহজ উপায়

Holi
Holi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  সামনেই দোল উৎসব। দোলে রঙ খেলবেন, তবে তুলবেন কিভাবে? ভেবে দেখেছেন? মাথায় রাখবেন রঙ যেন আপনার ত্বকের ক্ষতি না করে। তাই রং খেলার পর যতই ক্লান্ত থাকুন না কেন আগে ত্বক আর চুল ভালো করে পরিষ্কার করে নেবেন।

রং তুলতে কখনোই গরম জল ব্যবহার করবেন না। গরম জল দিয়ে রং তুলতে গেলে উল্টে তা ত্বকে চেপে বসে যাবে। রং খেলার পর প্রথমেই ঠান্ডা জলের ঝাপটা দিয়ে দিয়ে মুখ ধুয়ে নিন। 

যাদের ত্বকে একটুতেই অ্যালার্জি হয় তাঁদের ক্ষেত্রে বিশেষজ্ঞরা অর্গানিক রং ব্যবহার করার পরামর্শ দেন। রং খেলার পর ত্বক পরিষ্কার জলে ধুয়ে নরম তোয়ালে দিয়ে হালকা হাতে চেপে মুছে নিতে হবে। রং খেলার পর যদি ত্বক জ্বালা তখন সুতির পাতলা কাপড় মুড়ে বরফ লাগাতে পারেন।

স্নানের সময় ভালো কোনো ভেষজ শ্যাম্পু আর বডি ওয়াশ ব্যবহার করতে পারেন। দু চামচ আমন্ড বাদামের গুঁড়োর সঙ্গে এক চামচ ব্রাউন সুগার আর মধু,লেবুর রস মিশিয়ে তা স্ক্রাব করে নিন। সারা শরীরে এই স্ক্রাব ব্যবহার করতে পারেন। রঙ সহজেই উঠে যাবে । মুলতানি মাটির সঙ্গে পেঁপে আর মধু মিশিয়েও স্ক্রাব করে নিতে পারেন।

লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড থাকে যা রং তুলতে সাহায্য করে। লেবুর রস আর মধু একসঙ্গে মিশিয়ে মুখে লাগান।রঙ তো উঠবেই সাথে ত্বকের জেল্লাও বাড়বে।


You might also like!