Life Style News

1 year ago

Hair Care : চুল শুষ্ক হয়ে যাচ্ছে! চুলের জেল্লা ফেরাতে দারুন কাজ করে প্রোটিন হেয়ার প্যাক

Hair Care
Hair Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতের শেষে শুষ্ক আবহাওয়া চুল শুষ্ক করে তোলে। সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন নেওয়া দরকার ঠিক তেমনই চুলে যত্নের প্রয়োজন । তাই প্রতিদিন নিয়ম করে চুলের যত্ন নেওয়া অভ্যাস করুন।


চুল ভালো রাখতে সপ্তাহে একদিন প্রোটিন হেয়ার প্যাক

চুল সুন্দর রাখতে সপ্তাহে অন্তত একদিন প্রোটিন হেয়ার প্যাক লাগাতেই হবে। এক্ষেত্রে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। এতে চুলও ভালো থাকে। খরচও কম। ঘরোয়া হেয়ার প্যাক বাড়িতে বানানোর জন্য হেনা পাউডারের সঙ্গে টক দই মিশিয়ে চুলে লাগাতে পারেন। এছাড়া, টক দই, ডিম দিয়েও বাড়িতে তৈরি করে নিতে পারেন হেয়ার প্যাক। এই হেয়ার প্যাক স্ক্যাল্পে ও চুলে ভালো করে লাগিয়ে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন।


ভিটামিন ই ওয়েল ব্যবহার 

সপ্তাহে অন্তত ২-৩ দিন চুলে তেল মালিশ করতেই হবে। এক্ষেত্রে আমন্ড অয়েল বা নারকেল তেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মাখতে পারেন। নারকেল তেল একটি পাত্রে নিয়ে সামান্য পরিমাণে গরম করে নিন। সেই তেল আপনার স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিতে পারেন। পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে স্ক্যাল্পে মালিশ করে ১ ঘণ্টা রেখে শ্যাম্পু করে ফেলুন। তেল মেখে সারা রাত রাখলে চুলের ক্ষতি হতে পারে।


সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু

শীতকালে অনেকেই প্রতিদিন চুল ভেজাতে চান না। এতে স্ক্যাল্প অপরিষ্কার থেকে যায়। ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। তাই স্ক্যাল্প পরিষ্কার রাখতে সপ্তাহে ২-৩ দিন শ্যাম্পু করে স্ক্যাল্প পরিষ্কার রাখুন। শ্যাম্পু করার পর চুল ভালো করে ধুয়ে নিন। তার পরেই  কন্ডিশনার লাগাতে হবে চুলে। কন্ডিশনার আপনার চুলে সুরক্ষা প্রলেপ তৈরি করে। কন্ডিশনার স্ক্যাল্পে লাগাতে নেই। হাতের তালুতে পরিমাণ মতো কন্ডিশনার নিয়ে চুলে লাগিয়ে ৩-৪ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

You might also like!