Life Style News

1 year ago

Hair Care : সিজন চেঞ্জের জেরে মুঠো মুঠো চুল উঠছে? মুক্তি পেতে ব্যবহার করুন জবা ফুলের তেল

Jojoba Oil for Hair
Jojoba Oil for Hair

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সিজন চেঞ্জের সময় ত্বক ও চুলের নানা সমস্য দেখা যায়। সে সমস্যা থেকে  মুক্তি পেতে নানা রকম কেমিক্যাল বেস উপাদান ব্যবহার করে সমস্যা আরো ভয়াবহ হয়ে ওঠে। শীতে ত্বকের সমস্যা তো বাড়েই বিশেষ করে যাদের শুষ্ক ত্বকের সমস্যা তাদের নানা ধরনের সমস্যা দেখা যায়। কিন্তু সিজন চেঞ্জের প্রভাব পড়ে চুলে ও, আর এ সমস্যা কিন্তু কমবেশী অনেকের মধ্যেই দেখা যায়। 

বর্তমানে কেমিক্যাল বেস প্রডাক্ট ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন না সেক্ষেত্রে ন্যাচরোপ্যাথের সাহায্যে সমস্যার সমাধান করতে চান অনেকেই। আপনি ও যদি প্রাকৃতি উপাদানের দ্বারা নিজের যত্ন নিতে চান তবে এই বদলের মরসুমে চুলের যত্ন নিতে বানিয়ে ফেলুন জবা ফুলের তেল।   

জবা ফুলের গুনাবলী কমবেশী সবারই জানাঃ

* জবা ফুলে এমন কিছু উপকারী উপাদান আছে যা আপনার চুলের জন্য খুবই ভালো। এটি আপনার চুল ভালো রাখতে সাহায্য করে। চুলে সহজেই পাক ধরতে দেয় না, চুলের গোড়া মজবুত রাখে চুল পড়াও কম করে। 

* জবা ফুলে আছে ভিটামিন বি। এই ভিটামিনের ঘাটতিতেও সহজেই চুলে পাক ধরতে পারে। তাই চুলের যত্নেই ভিটামিনের ঘাটতি পূরণ করে জবা ফুল। নতুন চুল কাটাতে সাহায্য করে জবা ফুল চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল থাকে নরম এবং জেল্লা হয় দেখার মতো।  

* জবা ফুলে রয়েছে বিপুল পরিমানে ভিটামিন সি ও এ যা স্ক্যাল্পের চুলকানি রোধ করে। 

ভাবছেন কীভাবে বানাবেন ও ব্যবহার করবেন  এই তেল,জানতে দেখুন দুরন্ত বার্তার জীবন ধারা বিভাগটি 

উপকরনঃ 

১/ আপনার পছন্দের তেল (কোল্ড কমপ্রেস নারকেল তেল ) 

২/ ১০-১২ টি জবা ফুল 

৩/ ৫-৬ টি জবা ফুলের পাতা  

৪। কর্পূর 

পদ্ধতিঃ ওভেনে আঁচ ফুল রেখে লোহার কড়াই তে ১০০ মিলি নারকেল তেল দিন, তেল হালকা গরম হলে এতে জবা ফুল ও ফুলের পাতা গুলি দিয়ে দিন এবং গ্যাসের আঁচ সিম করে দিন। তেলটি ভাল ফুঁটে এলে ২ টুকরো পুজায় ব্যবহৃত কর্পূর দিয়ে গ্যাস বন্ধ করে তেল টি ঢেকে রাখুন। এভাবে ২ দিন রেখে দিন , এমন জায়গায় রাখুন যেখানে আলো পৌঁছায় না। ২ দিন পরে তেল টি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে কাঁচের পাত্রে রাখুন।   

ব্যবহারঃ 

ব্যবহারের আগে রোদে দিন , এবং হালকা গরম করে মাথার স্ক্যাল্পে ও চুলের লেন্থে ব্যাবহার করুন। তবে আপনার চুলের কোন চিকিৎসা চললে কিংবা স্ক্যাল্পে কোনো সমস্যা থাকলে তেল ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিন ।


You might also like!