দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সকাল,রাত,বিকেল চায়ের কাপে চুমুক আবশ্যক। ক্লান্তি দূর করতে, মন ভালো রাখতে অনেকেই চা পানে অভ্যস্ত। তবে চায়ের প্রকারভেদ ভিন্ন। অনেকে দুধ চা পছন্দ করেন অনেকে আবার লিকার খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে বহু মানুষই মনে করেন দুধ চায়ে শারীরিক সমস্যা দেখা দেয়, তাই লিকার চা খান। সকাল- বিকেল অনেকেই বারবার লিকার চায়ে গলা ভেজান। কিন্তু প্রতিনিয়ত লিকার চা খাওয়া ভাল না খারাপ?
বিশেষজ্ঞদের মতে,লাল চা আমাদের শরীরের জন্য ভাল। সকালে দুধ চা বা কফির বদলে লিকার চা খাওয়া ঢের ভাল। কিন্তু দিনে বার বার লিকার চা খেলে কি হয়? জেনে নিন-
১) রোজ এক কাপ লিকার চা খেলে ত্বক ভাল থাকে। চুলের স্বাস্থ্যও ভাল থাকে।
২) লিকার চা খেলে ক্যান্সারের ঝুঁকি কমে।
৩) মানসিক স্বাস্থ্য ভাল রাখতেও কার্যকরী লিকার চা। এই চা খেলে কর্মশক্তি বাড়ে।
৪) নিয়মিত লিকার চা খেলে ফুসফুস ভাল থাকে।
৫)লিকার চায়ে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট। নিয়মিত লিকার চা খেলে ক্রনিক রোগের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে,দিনে কতবার চা খাচ্ছেন, সেদিকে খেয়াল রাখা জরুরি। দিনে বার বার ঘনঘন চা না খাওয়াই ভাল। দিনে ২-৩ বার চা খেতেই পারেন। তার থেকে বেশি চা না খাওয়াই ভালো।