kolkata

4 months ago

Weather Forecast: রেমাল সরলেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বঙ্গে!

There is a chance of rain in Bangal!
There is a chance of rain in Bangal!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ঘূর্ণিঝড়ের অশনি চক্র দেখেছে গোটা বাংলা। সোমে বিকেল অবধি চলেছে বৃষ্টি। তবে বিকেলের পড়ে সেভাবে ঝড় বৃষ্টির দেখা মেলেনি। বরং ক্রমশ অনুকূল হয়েছে আবহাওয়া। এমতাবস্থায় হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলে আবহাওয়ার উন্নতির কথা। 

সোমবার রাতেই প্রবল ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে রেমাল। ক্রমেই এখন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর দিয়ে উত্তর এবং উত্তর- পূর্ব দিয়ে এগিয়ে চলেছে সেটি। রেমাল যেহেতু এখন অনেকটাই দূরে সরে গিয়েছে তাই আজ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা (Rain Forecast) নেই। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সকল জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত দু’দিনের মতো ভারী বর্ষণ নয়, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি। আগামী শনিবার অবধি দক্ষিণের সকল জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You might also like!