কলকাতা, ১০ সেপ্টেম্বর : সেপ্টেম্বরের মাঝামাঝিতে মহানগরী কলকাতায় গরমের অস্বস্তি। চড়া রোদ আর ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতাবাসীর। পূর্বাভাস থাকলেও, আশান্বিত বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দুপুরের পর থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থেকে ক্রমশ ঘন মেঘাচ্ছন্ন হতে পারে। এর জেরে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আপাতত টানা বা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৯ ডিগ্রি বেশি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় শহরে এক ফোঁটাও বৃষ্টি হয়নি। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছে।