kolkata

4 months ago

Kolkata Metro Rail: অফিস টাইমে ফের ভোগান্তি! সিগন্যাল ফেলিওরের জেরে ধীর গতিতে গড়াল চাকা

Kolkata Metro (File Picture)
Kolkata Metro (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আবারও অফিস টাইমে মেট্রো বিভ্রাট। উত্তর-দক্ষিণ করিডোরের শ্যামবাজারে আপ স্টার্টারে সিগন্যাল ফেলিওরের কারণে ধীর গতিতে চলাচল করছে মেট্রো। শুক্রবার মেট্রো রেলের তরফেই বিষয়টি জানান হয়। যার জেরে ফের একবার অফিস টাইমে সমস্যার মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। দিনের ব্যস্ত সময়ে বারংবার বিভিন্ন কারণে মেট্রো বিভ্রাটের জেরে পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যাত্রীদের একাংশ।

এর আগে বৃহস্পতিবারও মেট্রো ধীরে চলার ঘটনা ঘটে। সাতসকালে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটের বিভিন্ন স্টেশনে মেট্রো বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকছিল বলে জানা যায়। যার জেরেও চরম সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। সেক্ষেত্রেও মেট্রোর তরফে জানান হয়, সিগন্যালিংয়ের সমস্যার জন্য সাময়িকভাবে পরিষেবা দেরিতে চলছিল। পরে পরে তা স্বাভাবিক হয়ে যায়।

জানা যায়, এদিন ময়দান মেট্রো স্টেশনে বিদ্যুৎ বিভ্রাট হয়। এর ফলে অটোমেটেড সিগন্যাল পরিষেবাতে সমস্যা সৃষ্টি হয় এবং যার ফলস্বরূপ আপ এবং ডাউন, দুই লাইনেই থমকে যায় পরিষেবা। পরে অবশ্য ম্যানুয়াল সিগন্যালিং ব্যবস্থার মাধ্যমে পরিষেবা চালু করা হয়। যদিও পরিষেবা দেরিতে চলছিল বলেই দাবি করা হয় যাত্রীদের একটা অংশের পক্ষ থেকে। আর তারপর ফের শুক্রবারেও সমস্যার মধ্যে পড়তে হল যাত্রীদের।

এক্ষেত্রে যাত্রীদের অনেকেরই অভিযোগ, মেট্রোয় মাঝে মধ্যেই বিভিন্ন কারণে সমস্যা লেগে থাকে। দিনের ব্যস্ত সময়ে এই ধরনের ঘটনা ঘটলে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হয় তাঁদের। একদিকে যেমন, গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায়। আবার সময়ে পৌঁছনর জন্য বিকল্প পরিবহণ মাধ্যম ধরলে বাড়তি খরচও হয়। যাত্রীদের মধ্যে অনেকেই আছেন, যাঁরা লোকাল ট্রেনে দমদম পৌঁছে, সেখান থেকে মেট্রোয় চড়েন। সেক্ষেত্রে সেই ধরনের যাত্রীদের একাংশের অভিযোগ, একে তো লোকাল ট্রেনে ভোগান্তি প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তার সঙ্গে এখন বিড়ম্বনা বাড়াচ্ছে মেট্রোও। ফলে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছন কার্যত চ্যালেঞ্জ হয়ে উঠছে।

You might also like!