Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

kolkata

2 weeks ago

SSC: SSC উচ্চ প্রাথমিক নিয়োগে এগোচ্ছে, আদালতের নির্দেশের পর কাউন্সেলিং কবে?

SSC
SSC

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ফের উচ্চ প্রাথমিকে নিয়োগের কাজ ত্বরান্বিত করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের ১,২৪১ পদে এখনও নিয়োগ কার্যকর হয়নি। কলকাতা হাই কোর্ট এই প্রার্থীদের দ্রুত নিয়োগের নির্দেশ দিয়েছে, ফলে কমিশন তৎপর হয়ে উঠেছে।

কোর্টের নির্দেশ পাওয়ার পরই ১,২১৪ জনের নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। খুব শীঘ্রই এই নিয়োগের জন্য কাউন্সেলিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে বলে এসএসসি সূত্রের খবর। এর আগে মোট আট দফায় ১২ হাজার ৭২৩ জনের কাউন্সেলিং সম্পন্ন করে এসএসসি। এর মধ্যে ৯ হাজার ৭০০ জনের উচ্চ প্রাথমিকে নিয়োগ হয়ে গিয়েছে। বাকিরা বিভিন্ন রাজ্য, কেন্দ্রীয় সরকারি দপ্তর বা মোটা টাকার বেসরকারি সংস্থায় চাকরি পেয়ে যাওয়ায় কাউন্সেলিংয়ে অংশ নেননি। আট বার কাউন্সেলিংয়ের মধ্যে প্রথমবার ৮,৭৪৯ জন, দ্বিতীয়বার ২,৫৯৫ জন, তৃতীয়বার ৭২৪ জন, চতুর্থবার ২৬১ জন, পঞ্চমবার ১৫৩ জন, ষষ্ঠবার ৭২৭ জন এবং সপ্তমবার ১২১ জন, অষ্টমবার ৪৮ জন প্রার্থীকে কাউন্সেলিংয়ে ডাকা হয়।

এবার নতুন করে আরও ১,২৪১ জনের নিয়োগ প্রক্রিয়ার কাউন্সেলিং শুরু করতে চলেছে এসএসসি। নতুন করে এই ১,২৪১ জনের শূন্য পদের তথ্য চেয়ে ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের কাছে চিঠি দিয়েছে এসএসসি। এসএসসি-র চিঠি পাওয়ার পর স্কুল জেলা পরিদর্শকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে শিক্ষা দপ্তর। বেশ কয়েকটি জেলায় স্কুল পরিদর্শকরা দ্রুততার সঙ্গে এই তথ্য সংগ্রহের কাজ করছেন। পুজোর ছুটির পরই সেই তথ্য নিয়ে এসএসসি-র কাছে পাঠানো হবে।

You might also like!