কলকাতা, ১২ ডিসেম্বর : জাতীয় পর্যায়ে বিরোধী জোট নিয়ে কটাক্ষ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি এ প্রসঙ্গে এক্সবার্তায় লিখেছেন, “মুখের নামে মুখোশের রাজনীতি বিপজ্জনক”।
মমতা বন্দ্যোপাধ্যায়ের তথাকথিত সুবিধাবাদী নীতিকে এক হাত নিয়ে তিনি লিখেছেন, “মুখ আর মুখোশ গুলিয়ে-মুলিয়ে একাকার! বাংলায় যেখানে তৃণমূল আছে, সেখানে মমতা ইন্ডিয়া ব্লকে নেই। বাংলার বাইরে যেখানে তৃণমূল নেই, সেখানে ইন্ডিয়া ব্লকে মমতার কী?
ইন্ডিয়া ব্লকের নামে "মুখ" এর যতবেশি আদান-প্রদান হবে, মোদিজী ততই খুশী হবেন। মুখের নামে মুখোশের রাজনীতি বিপজ্জনক!”