kolkata

2 months ago

R G Kar Protest: ডাক্তারদের কার্নিভাল রুখতে তৎপর পুলিশ, কলকাতার ৯টি স্থানে ১৬৩ ধারা জারি

Police active to stop doctors' carnival, Section 163 issued at 9 places in Kolkata
Police active to stop doctors' carnival, Section 163 issued at 9 places in Kolkata

 

কলকাতা, ১৫ অক্টোবর : মঙ্গলবার মহানগরী কলকাতায় দু’টি কার্নিভাল রয়েছে। একটি রেড রোডে পুজোর কার্নিভাল। দ্বিতীয়টি আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রানি রাসমণি রোডে ডাক্তারদের ‘দ্রোহের কার্নিভাল’। দ্বিতীয়টির জন্য কোনও পুলিশি অনুমতি নেই। কলকাতা পুলিশের তরফে রানি রাসমণি রোড এবং আশপাশের কিছু এলাকায় জমায়েত নিষিদ্ধ করতে ১৬৩ ধারা জারি করা হয়েছে।

ডাক্তারদের কার্নিভাল রুখতে বিশেষভাবে তৎপর কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে কলকাতার ৯টি প্রধান স্থানে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। এই ৯টি স্থানের মধ্যে রানি রাসমণি রোডও অন্তর্ভুক্ত। তবে সোমবার রাতেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দেবাশিস হালদার জানিয়ে দিয়েছেন, ‘‘দ্রোহের মানববন্ধন হবে। ধর্মতলা থেকে মানববন্ধন শুরু হবে।”


You might also like!