kolkata

2 months ago

Multiple express canceled from Howrah:হাওড়া থেকে বাতিল একাধিক এক্সপ্রেস, যাত্রী সুবিধার্থে হেল্প ডেস্ক খুলল রেল

Multiple express canceled from Howrah
Multiple express canceled from Howrah

 

কলকাতা, ৩০ জুলাই : ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার জেরে প্রভাব পড়ল রেল পরিষেবায়। হাওড়া স্টেশন থেকে বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস। অনেক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। যাত্রী সুবিধার্থে হেল্প ডেস্ক খুলেছে রেল। মঙ্গলবার ভোরে দক্ষিণ-পূর্ব রেলের চক্রধরপুর ডিভিশনের বারাবাম্বু স্টেশনের কাছে হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এই ঘটনার প্রভাব পড়ল ট্রেন চলাচলের উপর।

ওই লাইনে যাতায়াতকারী একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। একইসঙ্গে, যাত্রীদের সুবিধার্থে হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক। মঙ্গলবার সকালে হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল হাওড়া-কাঁটাবাঁজি এক্সপ্রেস এবং হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। দু’টো ট্রেনই বাতিল করা হয়েছে। বাতিল করা হয়েছে খড়গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস, ১৮১০৯ টাটানগর-ইটওয়ারি এক্সপ্রেস এবং ১৮০৩০ শালিমার-এলটিটি এক্সপ্রেস।

এছাড়াও, বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে। পাশাপাশি ডাউন গীতাঞ্জলি এক্সপ্রেস, আহমেদাবাদ এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ট্রেনগুলি হাওড়া স্টেশনে আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের থেকে কমপক্ষে ছ’-সাত ঘণ্টা দেরিতে ঢুকবে হাওড়ায়।

You might also like!