kolkata

3 hours ago

Sealdah Flyover: পুজোর আগে শিয়ালদহ উড়ালপুলে সংস্কার, যাত্রী ভোগান্তি কমাতে তৎপর কেএমডিএ!

Sealdah Flyover
Sealdah Flyover

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পুজোর আগে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে তৎপর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (KMDA)। ইতিমধ্যে শহরের একাধিক গুরুত্বপূর্ণ সেতু ও রাস্তার সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে। ইএম বাইপাসের ঢালাই ব্রিজ সম্প্রসারণ এবং ৪ নম্বর ব্রিজের কাজ শেষ হওয়ার পর এবার শিয়ালদহ উড়ালপুলের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। গত কয়েক মাসের টানা বর্ষণে শিয়ালদহ উড়ালপুলের অবস্থা বেহাল হয়েছিল। সেই জায়গাতেই এখন ৫০ মিমি পুরু বিটুমিনাস ম্যাক্যাডাম স্তর দেওয়া হচ্ছে, যার উপর বসবে আরও একটি ২৫ মিমি পুরু ম্যাস্টিক স্তর। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে, সোমবারের মধ্যেই এই বিটুমিনাস স্তরের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

শিয়ালদহ ছাড়াও শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ উড়ালপুলের সারাইও শেষ হয়েছে। এর মধ্যে রয়েছে আলিপুর চিড়িয়াখানার কাছে মা সারদামণি সেতুর দক্ষিণমুখী অ্যাপ্রোচ র‍্যাম্প, জিরাট ব্রিজ এবং জীবনানন্দ সেতুর ক্ষতিগ্রস্ত রাস্তা। একইসঙ্গে বাঘাযতীন রেল ওভারব্রিজের দুই দিকের সংস্কারও সম্পূর্ণ হয়েছে। শুধু রাস্তা নয়, উড়ালপুলগুলির রেলিংয়েও চলছে নতুন রংয়ের প্রলেপ। কেবল কলকাতা নয়, হাওড়ার একাধিক রাস্তারও নবীকরণ হচ্ছে। বেহাল অবস্থার কারণে দুই চাকার গাড়ি চালকদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা বেনারস রোড ও বেলিলিয়াস রোডের সারাই চলছে জোরকদমে। যদিও আরও কয়েকটি রাস্তার মেরামতির কাজ শুরু করার জন্য এখনও অর্থনৈতিক অনুমোদনের অপেক্ষা করছে কর্তৃপক্ষ।

শহরবাসীর কেনাকাটা সহজ করতে পশ্চিমবঙ্গ পরিবহণ দফতর চালু করতে চলেছে ‘শপিং স্পেশ্যাল’ বাস পরিষেবা। দুর্গাপুজোর প্রায় ১৫ দিন আগে থেকেই এই বিশেষ পরিষেবা চালু হবে। শনিবার ও রবিবার সহ ছুটির দিনগুলিতে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত বাস চলবে। মূলত কেনাকাটার ভিড়ে যাত্রীদের বাড়ি ফেরার দুর্ভোগ কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চমী থেকে নবমী পর্যন্ত বিশেষ নাইট বাস পরিষেবাও চালু থাকবে। পুজোর কেনাকাটা থেকে শুরু করে প্যান্ডেল হপিং পর্যন্ত নাগরিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে প্রশাসন দায়িত্ব নিয়ে কাজ করছে।

You might also like!