kolkata

4 weeks ago

Independence Day celebration by the state government :ছ’টি স্থানে সরকারিভাবে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপন

Independence Day celebration by the state government at six places officially
Independence Day celebration by the state government at six places officially

 

কলকাতা, ১৪ আগস্ট  : ছ’টি স্থানে রাজ্য সরকার স্বাধীনতা দিবস উদযাপনের কথা ঘোষণা করেছে। বুধবার নবান্ন থেকে এ কথা জানানো হয়েছে। সকাল সাড়ে আটটায় গান্ধীঘাটে গান্ধীজীর স্মৃতিবেদীতে শ্রদ্ধার্ঘ দেবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে থাকবেন সাংসদ পার্থ ভৌমিক। সকাল সাড়ে এগারোটায় রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বেলা ১১টায় মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করবেন ফিরহাদ হাকিম। বেলা সাড়ে ১১টায় মহাকরণের সামনে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। এর ১০ মিনিট পরে তিনি মহাকরণে ১০৩ নম্বর ঘরে ঋষি অরবিন্দ ও কবি সুকান্ত ভট্টাচার্যর জন্মদিন স্মরণে তাঁদের প্রতিকৃতিতে মাল্যদান করবেন। বেলা সাড়ে ১২টায় মেয়ো রোডে গান্ধীজীর মূর্তিতে শ্রদ্ধা জানাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সঙ্গে থাকবেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। ১২টা ৩৫-এ ময়দানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে ঋষি অরবিন্দর মূর্তিতে মাল্যদান করবেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

You might also like!