Breaking News
 
Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা Cristiano Ronaldo: অবসর নিয়ে জল্পনার অবসান! ২০২৬ বিশ্বকাপের আগেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা রোনাল্ডোর

 

kolkata

7 months ago

Weather Forcast: উষ্ণ ঈদ,রবিতে তাপপ্রবাহের সতর্কতা কলকাতা লাগোয়া দুই ২৪ পরগনায়

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, 30 মার্চ: বৈশাখ মাস পড়তে এখনও সপ্তাহ দুয়েক দেরি। চৈত্রের মাঝামাঝি সময়েই গা-জ্বালা করা গরম দক্ষিণবঙ্গে। শনিবার পুরুলিয়ার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। সেখানে তাপপ্রবাহ চলেছে। পুরুলিয়ার পাশাপাশি শনিবার তাপপ্রবাহ চলেছে বাঁকুড়াতেও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবারও দক্ষিণের চার জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রা। তার পরে নামতে পারে পারদ। তবে অস্বস্তি থাকবে। উত্তরবঙ্গে আপাতত আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার সম্ভাবনা নেই। রবিবার দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজ, রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি দুই 24 পরগনা,পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে। হট-ডে বা তপ্ত দিনের প্রভাব কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায়। তবে এরই মধ্যে অল্প হলেও স্বস্তির একটা খবর আছে। সামান্য হলেও তাপমাত্রা কমার একটা ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতর তার পূর্বাভাসে দিয়েছে। তবে ঈদের কাটবে যথেষ্ট গরমে।

পরশু, পয়লা এপ্রিল থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে। পরবর্তী 3-4 দিনে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে গরম থেকে আপাতত নিস্তার নেই দক্ষিণবঙ্গে। কারণ আগামী 4-5 দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পঙে হালকা ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রবিবার, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দার্জিলিং ও কালিম্পং জেলায়। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। আগামী 4-5 দিনে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

শনিবার কলকাতা ও তার পার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 89 শতাংশ ও সর্বনিম্ন 26 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 37 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।

You might also like!