Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

kolkata

6 months ago

SSC Case: ওএমআর শিট আপলোডের নির্দেশ নিয়ে প্রশ্ন হাইকোর্টের

SSC Case (Symbolic picture)
SSC Case (Symbolic picture)

 

কলকাতা, ২১ এপ্রিল : এসএসসি-র ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, হাইকোর্টের নির্দেশ কি পালন হয়েছে? কী পদক্ষেপ কমিশনের?' সোমবার তা জানতে চাইল আদালত। 'নিয়োগের চারটি বিভাগেই পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য? সেটিও এ দিন জানতে চায় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক সিবিআই-কে প্রশ্ন করেন, তদন্ত কোন পর্যায়ে রয়েছে? জবাবে সিবিআই জানায়, তদন্ত শেষ, ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশ হবে। বুধবার ফের শুনানি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি, এই অভিযোগ এনে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় এই নির্দেশ দেওয়া হয়।


You might also like!