kolkata

1 month ago

Firhad Hakim: সজল ঘোষের অভিযোগে জবাব দিলেন ফিরহাদ হাকিম ও মালা রায়

Firhad Hakim
Firhad Hakim

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  কলকাতা পৌর সংস্থার অধিবেশনে কাউন্সিলর সজল ঘোষের বক্তব্য স্পঞ্চ হওয়ার পর তাকে ঘিরে বিতর্কের উত্তাপ বেড়েছে। এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম ও চেয়ারপার্সন মালা রায় নিজ নিজ অবস্থান স্পষ্ট করেন।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, “অনেকেই নতুন কাউন্সিলর হয়েছেন। তাদের জানা উচিত কোথায় কীভাবে কথা বলতে হয়। টাউন হলে নতুন কাউন্সিলরদের জন্য প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল, কিন্তু অনেকে সেই প্রশিক্ষণে যাননি। এটি কোনো কণ্ঠ রোধের বিষয় নয়। বরং শাসক দলের কাউন্সিলররাই বিরোধীদের চেয়ে বেশি প্রস্তাব দেন এবং প্রশ্ন করেন। সজল ঘোষের অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাই চেয়ারপার্সন সেটি স্পঞ্চ করেছেন।”

অন্যদিকে, চেয়ারপার্সন মালা রায় জানান, “সজল ঘোষকে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি। পৌর সংস্থায় প্রস্তাব পেশ করার নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম লঙ্ঘন করে বক্তব্য রাখতে চাইলে তা গ্রহণযোগ্য নয়। তাই তার বক্তব্য স্পঞ্চ করা হয়েছে।”

উল্লেখ্য, অধিবেশনে সজল ঘোষ অভিযোগ করেছিলেন, শাসক দলের প্রভাবে বিরোধী কাউন্সিলরদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না। তবে পৌর কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করে। পরিস্থিতি নিয়ে উত্তেজনা অব্যাহত থাকলেও মেয়র এবং চেয়ারপার্সন এই বিতর্ককে প্রশমিত করার চেষ্টা চালাচ্ছেন।

You might also like!