kolkata

2 months ago

Mamata Banerjee: বাজেটে কিছু দিল না, বিভাজনের রাজনীতি করছে: বিধানসভায় মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৯ জুলাই : বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে।’’

বাংলা ভাগ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে বিধানসভায় মমতা বলেন, ‘‘ভোট চলে গেলেই ভাগাভাগি বিষয়টিকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু করো। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন।’’

জলসমস্যা নিয়ে বিধানসভার কমিটি কেন্দ্রের সেচমন্ত্রকের কাছে যাক, বিধানসভার অধিবেশনে এমনটাই মন্তব্য করেন মমতা। তিনি বলেন, ‘‘জল নিয়ে বিধানসভায় আলোচনার কপি তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কাছে পাঠানো হোক। তাঁরাও যেন এ বিষয়ে কথা বলতে পারেন।’’

You might also like!