kolkata

2 months ago

Bratya Basu:“আবার গণতন্ত্রের জয় হল”, উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে বললেন ব্রাত্য

Bratya Basu
Bratya Basu

 

কলকাতা, ৮ জুলাই : রাজ্যে উপাচার্য নিয়োগ নিয়ে জট কাটাতে একাধিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ তিন মাসের মধ্যে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ শেষ করতে বলেছে শীর্ষ আদালত৷ কী পদ্ধতিতে হবে নিয়োগ, আদালত তাও বলে দিয়েছে৷ সুপ্রিম কোর্টের নির্দেশে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর মতে, "আবারও জয় হল গণতন্ত্রের"৷

সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য এক্স হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেন। তাতে সুপ্রিম কোর্টের নির্দেশ দিয়ে মতামত রয়েছে। লেখা রয়েছে, ‘‘উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকারের বক্তব্য ছিল, সুপ্রিম কোর্ট তার নির্দেশে সে কথাই বলেছে। আজকের নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে, অবসরপ্রাপ্ত প্রাক্তন বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বে সার্চ কমিটি গঠিত হবে। সেই কমিটিই মুখ্যমন্ত্রীর কাছে উপাচার্য পদের জন্য তিন জনের নাম প্রস্তাব করবে।

মুখ্যমন্ত্রী তার মধ্যে থেকে নিজের পছন্দ মতো নাম বেছে রাজ্যপালের কাছে পাঠাবেন। তার পর রাজ্যপাল উপাচার্য় নিয়োগ করবেন। মুখ্যমন্ত্রীর নাম পছন্দ না হলে তিনি তা-ও জানাবেন। আবার গণতন্ত্রের জয় হল।’’

You might also like!