kolkata

4 months ago

Coal Smuggling Case:সিআইডি হেফাজতে কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডল

Coal Smuggling Case
Coal Smuggling Case

 

কলকাতা: কয়লা পাচারকাণ্ডে চাঞ্চল্যকর মোড় ৷ অন্যতম অভিযুক্ত জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিল সিআইডি । আসানসোলে একটি গুলি চালানোর ঘটনায় দীনেশ গড়াই নামে জনৈক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই জয়দেবকে গ্রেফতার করা হয় ৷ এরপর তাঁকে নিজেদের হেফাজতে নেয় সিআইডি ।

প্রসঙ্গত, জয়দেব মণ্ডল কয়লাকাণ্ডের চার্জ গঠনের দিনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আসানসোল সিবিআই আদালতে হাজির হননি । আসানসোল এলাকায় কুখ্যাত কয়লা মাফিয়া বলে পরিচিত জয়দেব । যদিও তাঁর একাধিক বড় ব্যবসাও রয়েছে । কয়লা পাচারকাণ্ডে প্রথম থেকেই চার্জশিটে নাম রয়েছে জয়দেব মণ্ডলের ৷ গ্রেফতারও হয়েছিলেন ৷ পরবর্তীকালে কালকাতা হাইকোর্টের রায়ে শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন ।

গত 21 মে চার্জ গঠন হওয়ার কথা ছিল কয়লাকাণ্ডে । চার্জশিটে নাম থাকা 44 জন মূল অভিযুক্তের মধ্যে তিনজন অনুপস্থিত থাকায় চার্জ গঠন হয়নি । এর মধ্যে জয়দেব মণ্ডল শারীরিকভাবে অসুস্থ অজুহাতে সেদিন আদালতে হাজির হননি ৷ তবে আদালত এসে সিআইডির প্রতিনিধি দল দাবি করে, জয়দেব মণ্ডল নিখোঁজ ৷ তারা চার্জ গঠনের দিনে জয়দেবকে আসানসোল সিবিআই আদালতে খুঁজতে গিয়েছিল ৷ কিন্তু সেখানে উপস্থিত না-হওয়ায় সেদিন তাঁকে গ্রেফতার করা যায়নি । শনিবার সিআইডি জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে ৷ কোথা থেকে জয়দেবকে গ্রেফতার করা হয়েছে, তা যদিও পর্যন্ত এখনও খোলসা করেনি সিআইডি । আসানসোল আদালতে তাঁকে পেশ করা হলে বিচারক চারদিনের জন্য সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন ।

জানা গিয়েছে, কয়লাকাণ্ড নয়, একটি গুলিকাণ্ডে জয়দেব মণ্ডলকে গ্রেফতার করে সিআইডি তাদের হেফাজতে নিয়েছে। 2013 সালের 30 অক্টোবর ব্যবসায়ী দীনেশ গড়াইয়ের গাড়ি লক্ষ্য করে জাতীয় সড়কের উপরে গুলি ছোড়া হয় । এই ঘটনার পর দীনেশ গড়াই জয়দেব মণ্ডল-সহ আরও বেশ কয়েকজনের নামে অভিযোগ দায়ের করে । শেষ পর্যন্ত সিআইডি তাঁকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয়। এখন দেখার এই মামলা কতদূর গড়ায় । আগামী 3 জুলাই আসানসোল সিবিআই আদালতে পুনরায় কয়লার চার্জ গঠনের মামলার শুনানি হবে। সেদিন জয়দেব মণ্ডল আসানসোল সিবিআই কোর্টে উপস্থিত থাকেন কি না, এখন সেটাই দেখার ।

You might also like!