দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী জুনিয়র ডাক্তারদের আন্দোলনে রাজনৈতিক দলীয় পতাকা ছাড়া কংগ্রেস কর্মীদের সমর্থনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই আন্দোলনে যোগ দিয়ে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর সুযোগ রয়েছে।
তিনি উল্লেখ করেছেন যে, রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের প্রতি অমানবিক ও নিষ্ঠুর আচরণ করছে, যা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তিনি বলেন, "আমি অধীর রঞ্জন চৌধুরী, রাজনৈতিক দলের পরিচয় ছাড়াই ওই জুনিয়র ডাক্তারদের সঙ্গে আছি।"
চৌধুরী জোর দিয়ে বলেন, "আমরা সবাই মিলে এই অন্ধকারের বর্বরতার রাজত্ব ছিন্ন করবই।" তাঁর এই আবেদনকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কংগ্রেস কর্মীদের সমর্থনের বিষয়টি আরও জোরালো হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।