kolkata

4 months ago

Lok Sabha 2024:নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের, কাউন্টিং এজেন্ট হিসেবে নিয়োগ করা যাবে না শিক্ষকদের

No teacher will be allowed to act as counting agent, said the commission
No teacher will be allowed to act as counting agent, said the commission

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃভোটপর্বের আর মাত্র এক দফা বাকি। তার মধ্য়েই গোটা দেশ জুড়ে নানা জল্পনা। তবে সকলেরই নজর এবার ৪ জুনের দিকে। সেদিনই ফলাফল প্রকাশিত হবে। তবে এবার নির্বাচন কমিশনের তরফে একটি বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ভোট গণনার কাজে কাউন্টিং এজেন্ট হিসাবে কোনও শিক্ষককে নিয়োগ করা যাবে না। জানিয়ে দিয়েছে কমিশন। 

 রাজ্যের মুখ‌্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে রবীন দেব-শমীক লাহিড়ী-সহ সিপিএমের এক প্রতিনিধি দল দেখা করে কলকাতা-সহ বিভিন্ন জেলার বেশ কয়েকজন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ করেন। ভোটগণনায় কাউন্টিং এজেন্ট হিসাবে সরকারি কর্মী বা স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিল বামেরা। কাউন্টিং এজেন্ট হলেন যেকোনও দলের প্রার্থীর প্রতিনিধি। যেকোনও গণনাকেন্দ্রে সরকারি কর্মীদের নিযুক্ত করা হলে, তাঁরা গণনায় প্রভাব ফেলতে পারেন বলেই অভিযোগ বিরোধী। সে কারণেই তাঁদের ভোট গণনার কাজ থেকে বিরত রাখার দাবি করা হয়েছে।

কমিশন জানিয়েছে, স্থায়ী বা চুক্তিভিক্তিক কোনও সরকারি কর্মীকে কাউন্টিং এজেন্ট হিসাবে নিয়োগ করা যাবে না। রাজ্যের কোনও সরকারি কিংবা সরকারপোষিত স্কুলে কর্মরত শিক্ষকদের ভোট গণনার কাজে লাগানো যাবে না। কমিশনের নির্দেশে স্বাভাবিকভাবেই খুশি বিরোধীরা।


You might also like!