Jharkhand

9 months ago

Jharkhand:১২ মার্চ ঝাড়খণ্ড পাচ্ছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস, ট্রেনটি চলবে বারাণসী পর্যন্ত

Jharkhand is getting another Bande Bharat Express on March 2
Jharkhand is getting another Bande Bharat Express on March 2

 

রাঁচি, ৯ মার্চ : আগামী ১২ মার্চ আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উপহার পেতে চলেছে ঝাড়খণ্ড, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি ওই ট্রেনটি উদ্বোধন করবেন। ট্রেনটি চলবে উত্তর প্রদেশের বারাণসী পর্যন্ত। রাঁচি রেল ডিভিশনের ডিআরএম জসমিত সিং বিন্দ্রা বলেছেন, রাঁচি-বারাণসী বন্দে ভারত এক্সপ্রেসে আটটি চেয়ারকার কোচ থাকবে। ঝাড়খণ্ড, বিহার ও ওডিশার রেল যাত্রীরা এই ট্রেন থেকে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। এই ট্রেনটি রাঁচি-লোহারদাগা-টোরি, ডাল্টনগঞ্জ, গাড়োয়া রোড, গয়া এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন হয়ে বারাণসী পৌঁছবে। এটি বোকারো স্টিল সিটি, হাজারীবাগ, কোডারমা এবং গয়া জংশনের মধ্য দিয়ে যাবে।

তিনি বলেছেন, এই ট্রেনটি রাঁচি থেকে সকাল ৫.৫০ মিনিটে ছাড়বে এবং ১২.১০ মিনিটে বারাণসীতে পৌঁছবে। এরপর বারাণসী থেকে ১.৩০ মিনিটে ছেড়ে রাঁচিতে পৌঁছবে সন্ধ্যা ৭.৫০ মিনিটে। রাঁচি থেকে বারাণসী যেতে সময় লাগবে সাড়ে ছয় ঘণ্টা। রাঁচি-বারাণসীর মধ্যে ভাড়া ১৩৯০ থেকে ২৬০০ টাকার মধ্যে।


You might also like!