Jharkhand

11 months ago

Jharkhand:ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় উদ্ধার ৪০ লক্ষ টাকা

40 lakh rupees recovered in Jharkhand's Giridih district
40 lakh rupees recovered in Jharkhand's Giridih district

 

গিরিডিহ, ২৭ ডিসেম্বর  : ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় বুধবার ভোররাতে একটি বোলেরো গাড়ি থেকে ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার ধানওয়ারের ঘোড়থাম্বা ওপি পুলিশ বুধবার ভোররাতে একটি বোলেরো থেকে এই বিপুল অঙ্কের টাকা উদ্ধার করে। পুলিশ বোলেরো গাড়িটিকে আটক করেছে।

বোলেরোতে থাকা যুবককেও গ্রেফতার করেছে পুলিশ। ঘোড়থাম্বা ওপি পুলিশ এবিষয়ে আর কিছু বলতে চায়নি। এসপি দীপক কুমার শর্মা জানিয়েছেন, ৪০ লক্ষ টাকা উদ্ধার সংক্রান্ত একটি তথ্য পাওয়া গিয়েছে। সংশ্লিষ্ট থানা আয়কর দফতরকে খবর দেয়। পুলিশ নোট গণনা শেষ করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সমস্ত বান্ডিলে ৫০০ টাকার নোট রয়েছে। যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


You might also like!