International

1 year ago

Pakistani Youtuber on Chandra Yaan -3 : 'আমরাও এখন চাঁদে আছি' ইসরোর সাফল্যে কী প্রলাপ বকছে প্রতিবেশী দেশের নাগরিক?

Pakistani Youtuber on Chandra Yaan -3
Pakistani Youtuber on Chandra Yaan -3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারত এখন চাঁদে! ইসরোর সাফল্যে গর্বিত গোটা দেশ সহ সারা বিশ্ব। ভারতীয়দের উচ্ছ্বাসে শামিল হয়েছেন পাকিস্তানিরাও। কারণ ভারতের আগেই তারা পৌঁছে গিয়েছে চাঁদে! বুঝলেন না তো ব্যাপারটা? বুঝিয়ে বলি শুনুন! 

গতকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘুরছে একটি মজার ভিডিও। যেখানে চাঁদে পা রাখার দাবি করছেন এক পাক নাগরিক। ভাইরাল হওয়া ভিডিওয়ে দেখা গিয়েছে, চন্দ্রযান ৩-এর সাফল্যের পর সেই ব্যক্তিকে চাঁদ নিয়ে প্রশ্ন করেন এক পাকিস্তানি  ইউটিউবার। যার উত্তরে হাস্যকর জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে। চাঁদের সঙ্গে তুলনা টেনে ওই ব্যক্তি বলেন, “আমরাও এখন চাঁদে আছি। চাঁদে জল নেই, পাকিস্তানেও নেই। চাঁদে গ্যাস নেই, পাকিস্তানেও নেই। চাঁদে বিদ্যুৎ নেই, এখানেও দেখুন চারদিকে অন্ধকার। আমরা তো চাঁদেই রয়েছি। ভারতের মতো অত টাকা খরচ করে আবার সেখানে যাওয়ার কী দরকার!’ তাঁর এমন মশকরায় হাসি চেপে রাখতে পারেননি সেই ইউটিউবারও। ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা পাকিস্তানিদের এই অভাবনীয় রসবোধকে সাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, গতকাল ইসরোর সাফল্য কামনা করতে দেখা গিয়েছিল পাক সরকারের প্রাক্তন মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। যে মুহূর্তে সকল ভারতীয় পৃথিবীর একমাত্র উপগ্রহের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের অপেক্ষা করছিল, সেই মুহূর্তকে তিনি ‘মানবসভ্যতার জন্য ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছিলেন। 

You might also like!