International

1 year ago

India- Srilanka Relation: ভারতের পক্ষে শ্রীলঙ্কা ! চিনের নৌজাহাজ নোঙড় করতে দিলো না তাদের জলসীমায়

Sri Lanka did not allow Chinese ships to anchor in their territorial waters
Sri Lanka did not allow Chinese ships to anchor in their territorial waters

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অরুণাচল প্রদেশ দিয়ে শুরু হলেও চিন ক্রমাগত নানাভাবে ভারতের কাছে একটা গভীর সংকটা হয়ে দাঁড়াচ্ছে। G20 সম্মেলনে তার একটা ইঙ্গিত ভারত দিয়েছিলো। এবার ভারতের উপর নজরদারি বাড়াতে  শ্রীলংকার জলসীমায় ওদের জাহাজ রাখার অনুরোধ করেছিল। ভারতের পক্ষে দাঁড়িয়ে শ্রীলঙ্কা তা বাতিল করে দিয়েছে।

বিভিন্ন সময় সীমান্ত এলাকা থেকে শুরু করে নানান ক্ষেত্রে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলে। আবার আন্তর্জাতিক বাজারে দুই দেশের প্রতিযোগিতারও খামতি নেই। এবার ভারতের পাশে দাঁড়িয়ে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা চিনকে একটি বিষয়ে উচিত শিক্ষা দিয়ে দিল। চিনকে যে বিষয়ে উচিত শিক্ষা দেওয়া হয়েছে তা চিন হয়তো কল্পনাও করতে পারেনি। তারা বিষয়টিকে হয়তো খুব সহজ ভেবেছিল। কিন্তু শ্রীলঙ্কা স্পষ্ট করেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে।

এক গভীর কৌশল নিয়েছিল চিন। শ্রীলঙ্কার জলভাগে যদি এই নজরদারি জাহাজ নোঙর করা যেত তাহলে সেখান থেকে ভারতের উপর নজর চালানো অনেক সহজ হত। বন্ধু দেশ হিসাবে শ্রীলঙ্কা এই বিষয়টি বুঝতে পারে এবং তারপরই চিনকে তাদের নজরদারি জাহাজ শ্রীলঙ্কার জলভাগে নোঙর করতে অনুমতি দেয়নি। এই বিষয়ে শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রী আলি সাবরি বলেন, " সব সময় ভারতের উদ্বেগের কথা আমাদের মাথায় রাখতে হবে। চিনা জাহাজের গতিবিধি নিয়ে ইতিমধ্যেই দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই এই বিষয়ে তাদের উদ্বেগের কথা জানিয়েছে।

তাই আমরা চিনকে অনুমতি দিতে পারি নি। " যদিও চিনের দাবি ছিল, এই জাহাজটি সমুদ্রের গবেষণা চালাচ্ছে। অন্যদিকে ভারতের দাবি, গবেষণা নয় এই জাহাজটি চড়বৃত্তির উদ্দেশ্যেই ব্যবহার করা হচ্ছে। এর ফলে যেমন ভারত শ্রীলঙ্কা সম্পর্ক আরও দৃঢ় হবে তেমনি শ্রীলঙ্কা চিনের সম্পর্ক কিছুটা হলেও খারাপ হবে।

You might also like!