International

1 year ago

cyber attack:সাইবার আক্রমণের শিকার ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইট

cyber attack
cyber attack

 

লন্ডন   : ব্রিটিশ রাজপরিবারের অফিসিয়াল ওয়েবসাইট সাইবার আক্রমণের শিকার হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করেছ রাশিয়ান হ্যাকাররা। রবিবার সকালে প্রায় দেড় ঘণ্টার জন্য রাজপরিবারের ওয়েবসাইটটি বন্ধ ছিল। ওই সময় সাইট, সিস্টেম বা বিষয়বস্তুতে কোনো অ্যাক্সেস পাওয়া যায়নি। রাশিয়ার হ্যাকার গ্রুপ কিলনেট এ সাইবার হামলার দায় নিয়েছে।

ক্রেমলিনপন্থী এ গ্রুপটি ইউক্রেনকে সমর্থনকারী ন্যাটোর জোটভুক্ত দেশগুলোর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাইবার হামলা চালিয়ে আসছে। রাজপরিবারের ওয়েবসাইটটি দুপুরের মধ্যে ফের চালু হয়। কিন্তু এর আগে সাইটটিতে প্রবেশের চেষ্টা করলে ‘ত্রুটি’ বার্তা প্রদর্শন করছিল।

বাকিংহাম প্যালেসের অভ্যন্তরীণ ব্যক্তিরা জানান, এ হামলার জন্য কে বা কারা দায়ী তা জানা অসম্ভব। তবে রাশিয়ান হ্যাকিং গ্রুপ কিলনেটের নেতা কিলমিল্ক সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টেলিগ্রামে হামলার দায় স্বীকার করেছেন।

গত বছর যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত ‘ফাইভ আইস’ জোট থেকে সাইবার আক্রমণ সম্পর্কে একটি যৌথ সতর্কবার্তায় এ গ্রুপটির নাম বলা হয়েছিল।

তারা বলেছে ইউক্রেন আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ার পৃষ্ঠপোষকতায় সাইবার অপরাধের ক্রমবর্ধমান হুমকি ছিল। কিলনেট এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের একটি বিমানবন্দরে পরিষেবায় আক্রমণের দায় স্বীকার করেছে।মার্কিন স্বাস্থ্য বিভাগের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে , ওই গ্রুপটি যুক্তরাজ্যসহ জনস্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে হুমকি দিয়েছে।

You might also like!