International

2 hours ago

Pashupatinath Temple Security: কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির বন্ধ, মোতায়েন সেনাবাহিনী

Pashupatinath Temple closed in Nepal
Pashupatinath Temple closed in Nepal

 

কাঠমাণ্ডু, ১০ সেপ্টেম্বর : হিংসাত্মক বিক্ষোভের পরিপ্রেক্ষিতে কাঠমাণ্ডুর পশুপতিনাথ মন্দির দর্শনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। গোশালা চকেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। হিংসাত্মক বিক্ষোভের কারণে কাঠমাণ্ডু-সহ সমগ্র দেশেই পরিবহন সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। নেপালের বর্তমান পরিস্থিতি যথেষ্ট চিন্তাজনক। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কে পি শর্মা ওলি। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। তবে, এখনও শান্তি ফেরেনি। নেপালের সামগ্রিক পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।

You might also like!