International

1 year ago

Joe Biden: এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে জি-২০ এখনও সমাধান করতে পারে : জো বাইডেন

Joe Baiden  (File picture)
Joe Baiden (File picture)

 

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে জি-২০ এখনও সমাধান করতে পারে। ভারতের পৌরহিত্যে জি-২০ শিখর সম্মেলনের প্রশংসায় বললেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। রবিবার এক্স হ্যান্ডেলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, "এমন এক মুহুর্তে যখন বিশ্ব অর্থনীতি জলবায়ু সংকট, ভঙ্গুরতা এবং সংঘাতের অধিক্রমণের ধাক্কায় ভুগছে, এই সময়ে এই বছরের শিখর সম্মেলন প্রমাণ করেছে, জি-২০ এখনও আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করতে পারে।"

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফরের সমাপ্তি হয়েছে রবিবার, রবিবার সকালেই দিল্লি থেকে বিশেষ বিমানে ভিয়েতনাম রওনা হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত সফরের অন্তিম দিনে রবিবার সকালে দিল্লির রাজঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বাইডেন-সহ অন্যান্য জি-২০ নেতারা। এরপরই দিল্লি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হন বাইডেন।

You might also like!