International

10 months ago

Firdous Ahamed : রাজনীতির ময়দানে ফিরদৌস!ভোটে দাঁড়াচ্ছেন অভিনেতা

Firdous Ahamed (File picture)
Firdous Ahamed (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফিরদৌস আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামি লিগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গত ক’দিন ধরে অবশ্য এই জল্পনা শোনা যাচ্ছিল। রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০০ সংসদীয় আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন। সেখানে ফিরদৌসের নাম বলে রীতিমতো চমক দেয় শেখ হাসিনার দল।

বাংলাদেশে তাঁর অজস্র সুপারহিট ছবি রয়েছে নয়ের দশকে। এরপর চলতি শতকের শুরু থেকেই টলিউডে একের পর এক কাজ করতে থাকেন। ফিরদৌসের মেঠো ভাষার টানে কথা বলা দর্শকদের মনে খুব শীঘ্রই জায়গা করে দেয়। কাজ করেন বলিউডেও। যদিও সেই ছবি বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। তবে ফিরদৌস দৃঢ়ভাবে জানান দিয়েছিলেন যে, বাংলাদেশের পর তিনি ভারতীয় সিনেমাতেও অভিনয় করে প্রশংসিত হবেন। আর সেটাই হয়েছে।

অনেকেই হয়তো জানেন না, ফিরদৌসের অভিনেতা হওয়ার কোনও পরিকল্পনাই ছিল না। এমনকী তাঁর মা-বাবারও ছেলের সিনেমা করার বিষয়ে মত ছিল না। ফিরদৌস চেয়েছিলেন, পাইলট হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়ার সময়েই ফ্লাইং ক্লাবে ভর্তিও হন।কিন্তু পরবর্তীতে ১৯৯৭ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিনেমা ‘বুকের ভিতর আগুন’। এরপর বাকিটা ইতিহাস!

সেই ফিরদৌস এবার অভিনয় পেশার পাশাপাশিই পা রাখছেন রাজনীতিতেও। রাজনীতিতে আসার ইচ্ছা তাঁর আগে থেকেই ছিল কিনা, তা জানা না গেলেও এবার যে তিনি স্ব-ইচ্ছাতেই ভোটে লড়ছেন, সে কথা নিজেই জানিয়েছেন। সূত্রের খবর, শনিবার সকালে ঢাকার দু’টি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন ফর্ম তুলেছিলেন তিনি। আর রবিবার বিকেলে আওয়ামি লিগের তরফে প্রার্থী হিসাবে ফিরদৌসের নাম ঘোষণা করা হয়। 

You might also like!