International

1 year ago

Bangladesh:বাংলাদেশে 'লিবারেল ইসলামিক জোট' নামে জামায়াত বিরোধী ইসলামিক জোটের আত্মপ্রকাশ

Debut of anti-Jamaat Islamic alliance called 'Liberal Islamic Alliance' in Bangladesh
Debut of anti-Jamaat Islamic alliance called 'Liberal Islamic Alliance' in Bangladesh

 

ঢকা : বাংলাদেশে জামায়াতে ইসলাম বিরোধী ধর্মভিত্তিক ছয়টি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে ‘লিবারেল ইসলামিক জোট’।  জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোট আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

নতুন এই রাজনৈতিক জোটে ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীকে চেয়ারম্যান ও মিছবাহুর রহমান চৌধুরীকে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র এবং বাকি দলগুলোর প্রধানদের কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কো-চেয়ারম্যান ফারাহনাজ হক চৌধুরীকে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

জোটের অন্য সঙ্গীরা হলেন আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান শাহ সূফী সৈয়দ আলম নূরী আল সুরেশ্বরী, বাংলাদেশ জনদলের (বিজেডি) চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জয় চৌধুরী ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান মো. হাসরত খান ভাসানী।

বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) চেয়ারম্যান ড. শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর সভাপতিত্বে ছয় দলীয় জোটের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের নির্বাহী চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী।

জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে মিছবাহুর রহমান চৌধুরী দেশকে নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, ‘দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের পর যে পরাজিত শক্তি ও সরকারের ভেতরের বিশ্বাসঘাতকরা জাতির পিতাকে হত্যার পরিবেশ সৃষ্টি করেছিল, এই ঘাতকদের উত্তরসূরিরা আবারও একজোট হয়েছে। এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।


You might also like!