International

1 year ago

G-20 summit: জি-২০ সামিটের আগে ভারতে আসছেন বাইডেন, বৈঠকে বসবেন মোদীর সঙ্গে

Joe Biden (File Picture)
Joe Biden (File Picture)

 

ওয়াশিংটন-নয়াদিল্লি  : আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন। ৯ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে দু’দিনের জি-২০ ভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলন। সেই সম্মেলন যোগ দিতে ৭ সেপ্টেম্বর ভারতে আসার কথা মার্কিন প্রেসিডেন্টের।চিনের চোখ রাঙানির মাঝেই আগামী ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রশাসন সূত্রে বাইডেনের সফরসূচির ইঙ্গিত মিলেছে।

আসন্ন জি-২০ সামিটের আয়োজক দেশ ভারত। ৯ ও ১০ সেপ্টেম্বর দু’দিন চলবে এই সম্মেলন। তার আগে ৭ সেপ্টেম্বর নয়াদিল্লিতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তাৎপর্যপূর্ণ ভাবে, জি-২০ সামিটের আগেই আলোচনায় বসছেন বাইডেন ও মোদী। দুই দেশের সম্পর্ক আরও মজবুত করা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে হোয়াইট হাউস সূত্রে ইঙ্গিত পাওয়া গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর এটাই বাইডেনের প্রথম ভারত সফর । শনিবার এমনটাই জানিয়েছে হোয়াইট হাউস।

ঐতিহাসিক এই দ্বিপাক্ষিক বৈঠক নিয়ে হোয়াইট হাউসের পক্ষ থেক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আগামী ৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার জি-২০ সামিটে যোগ দিতে ভারতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ৮ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন বাইডেন। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয় যেমন- জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নতি নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধের সামাজিক প্রভাব, কীভাবে বিশ্ব ব্যাংকের ক্ষমতা বৃদ্ধি করা যায়, দারিদ্র দূর করা যায় সেই বিষয়েও আলোচনা করা হবে।’ প্রসঙ্গত, ভারতের সভাপতিত্বে জি-২০ সামিটে ১১০টি দেশের ১২ হাজার ৩০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।


You might also like!