International

2 days ago

Japan Earthquake: ফের ভূমিকম্প জাপানে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.৭

6.7 Magnitude Earthquake Hits Japan
6.7 Magnitude Earthquake Hits Japan

 

টোকিও, ১২ ডিসেম্বর : জাপানে ফের ভূমিকম্প। রিখস্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৭। শুক্রবার সেখানকার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে জাপানের উত্তর আওমোরি প্রিফেকচার এলাকার ২০ কিলোমিটার গভীরে কম্পন ধরা পড়ে। এই খবর জানিয়েছে জাপানের মেটিওরোলজিক্যাল এজেন্সি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে শুক্রবারের ভূকম্পনের জেরে জাপান জুড়ে সুনামির সতর্কতা জারি হয়েছে। আওমোরি প্রিফেকচারের উপকূল বরাবর একাধিক এলাকা থেকে এখনও পর্যন্ত ৬ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জাপান প্রশাসন সূত্রে খবর। উল্লেখ্য, গত সোমবারও জাপানের উত্তরে ৭.৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। যার জেরে জখম হয়েছিলেন ৩৪ জন।

You might also like!