Breaking News
 
RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে! Ocean Landing Confirmed: প্রশান্ত মহাসাগরে সফল অবতরণ! ‘ড্রাগন’ নিয়ে ফিরলেন শুভাংশুরা Unexpected Landing Twist: আর কিছুক্ষণের অপেক্ষা! ফ্লরিডা নয়, শুভাংশুরা অবতরণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কিন্তু কেন ? Mamata Banerjee: ২১ জুলাই বিজেপির উত্তরকন্যা অভিযানকে 'অপ্রাসঙ্গিক' বললেন মুখ্যমন্ত্রী, শহীদ দিবস কেন্দ্রিক বিশেষ বার্তা মমতার!

 

Horoscope

1 year ago

রবিবার জন্ম হলে কী হয়

What happens if you are born on a Sunday?
What happens if you are born on a Sunday?

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংখ্যাতত্ত্বের পাশাপাশি জন্মবারও বলে দেয় মানুষের প্রকৃতি। বিজ্ঞান যাই বলুক না কেন, রাশিচক্র, সংখ্যাতত্ত্ব বিচার করে বলে দেওয়া যায় কোন দিন জন্ম হলে ভাগ্য কেমন হবে। অথবা সেই মানুষটি কেমন স্বভাব-চরিত্রের হবেন। জ্যোতিষশান্ত্র অনুসারে শুধু জন্মের দিনক্ষণ বা সময় নয়, জন্মবারও প্রভাব ফেলে একজন মানুষের ভাগ্যে।

ব্যক্তি চরিত্র

রবিবারের অধিপতি দেবতা সূর্য। তাই এই দিনে জন্ম যাঁদের তাঁদের মধ্যেও এক অসম্ভব শক্তি কাজ করে। এই দিন জন্মানো জাতক জাতিকারা তেজস্বী ও দীর্ঘায়ু হন। এরা খুব বুদ্ধিমান হন এবং কম কথা বলা পছন্দ করেন। সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দিন জন্মানো জাতক জাতিকারা খুব দৃঢ় চেতা এবং আত্মবিশ্বাসী হন। আধ্যাত্মিক উন্নতি হয় খুব দ্রুত।

এরা রূপে ও গুনে খুব সুন্দর।  সংবেদনশীল মনের হয়ে থাকেন। এই দিন জন্মানো জাতক জাতিকাদের কোনও দিন অর্থের অভাব হয় না। এরা খুব তাড়াতাড়ি রেগে যান এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যান। এরা খুবই স্বাধীনচেতা এবং কারও অধীনে থাকা পছন্দ করেন না।

স্বাস্থ্য

 রবিবার জন্মানো জাতক জাতিকাদের রোগভোগ কম হলেও এদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া উচ্চ রক্তচাপ, চোখের সমস্যায় ভোগেন এই জাতক জাতিকারা। তাই একটু সাবধানতা অবলম্বন করা উচিত্‍।

পেশা

রবিবার জন্মানো জাতক জাতিকারা খুব পরিশ্রমী হন। পেশাক্ষেত্রে এরা উচ্চ পদের অধিকারী হন। বিজ্ঞান, টেকনোলজি, আইটি ফিল্ড, অভিনয়ের দিকে এদের ঝোঁক থাকে। অমিতাভ বচ্চন, নরেন্দ্র মোদী, শচীন তেন্ডুলকর এঁদেরও জন্মবার রবিবার।


You might also like!