Horoscope

4 hours ago

Today's Horoscope: আজ চৈত্র কৃষ্ণা তৃতীয়া তিথি! কেমন কাটবে আজকের দিন? জেনে নিন রাশিফল

Today's Horoscope
Today's Horoscope

 

১) মেষ রাশিঃ উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় আজ কার্যসিদ্ধি করতে পারবেন মেষ রাশির জাতকরা। বৈদেশিক বাণিজ্য বিশেষ লাভজনক হবেন। শিল্পকর্ম বা সৃজনশীল কাজে অপ্রত্যাশিত লাভ হবে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। নিকট আত্মীয়ের থেকে সুখবর পেতে পারেন। শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে।

২) বৃষ রাশিঃ সঙ্গী নির্বাচনে সতর্কতা প্রয়োজন। আত্মীয়-স্বজনের কারণে আজ খরচ বাড়তে পারে। পুরোনো রোগের আজ উপশম হতে পারে। রাজনীতিবিদদের দলীয় সমর্থন বাড়বে। পারিবারিক ও কর্মক্ষেত্রের গুরুদায়িত্ব আজ আপনি পেতে পারেন। কাছের বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন।

৩) মিথুন রাশিঃ তর্ক-বিবাদে প্রতিপক্ষকে হারাতে পারবেন মিথুন রাশির জাতকরা। আত্মীয়দের প্ররোচনায় সংসারে অশান্তি হতে পারে। যানবাহন সংক্রান্ত আইনি সমস্যা আসতে পারে। দূরে ভ্রমণের যোগ আছে। মায়ের স্বাস্থ্যের অবনতি আপনার মনে দুশ্চিন্তা বাড়াবে। প্রেমের সম্পর্ক বিয়ের দিকে এগোতে পারে।

৪) কর্কট রাশিঃ আচমকা ভাইয়ের সঙ্গে বিরোধিতা কর্কট রাশির জাতকদের সমস্যায় ফেলতে পারে। আজ আপনার পেশাগত পরিকল্পনায় সাফল্য আসবে। অংশীদারি ব্যবসায় সমস্যা বাড়বে। কর্মসূত্রে দূরে কোথাও বদলি হতে পারেন। কাছের কোনও বন্ধুর থেকে আজ উপকার পেতে পারেন।

৫) সিংহ রাশিঃ যে কোনও কাজে আজ দেরি হতে পারে সিংহ রাশির জাতকদের। জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। গলা বা দাঁতের সমস্যায় কষ্ট পাবেন। হঠকারী সিদ্ধান্ত নেওয়ায় আর্থিক ক্ষতি হতে পারে। পড়াশোনায় শ্রম ও অধ্যাবসায়ের শুভ ফল পাবেন। শক্তিশালী শত্রুর সঙ্গে মৌখিক বোঝাপড়ায় সমস্যার সমাধান হবে।

৬) কন্যা রাশিঃ বাবা-মায়ের সঙ্গে অযথা মতবিরোধ হতে পারে কন্যা রাশির জাতকদের। উদারতা এবং সরলতার বিনিময়ে অন্যের কাছ থেকে আজ আঘাত পেতে পারেন। ব্যবসায় অর্থ বিনিয়োগ করে সাফল্য আসবে। বিকল্প পথে আজ আয় বৃদ্ধি হতে পারে। তবে আজ ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।

৭) তুলা রাশিঃ হঠাৎ আসা বিপদ থেকে আজ রক্ষা পাবেন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। গুপ্ত শত্রুতায় বিড়ম্বনায় পড়তে পারেন। মৌলিক চিন্তাধারায় ব্যবসায় উন্নতি হবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হতে পারে। খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ নতুন সুযোগ পেতে পারেন।

৮) বৃশ্চিক রাশিঃ অত্যন্ত কঠিন কাজের দায়িত্ব নিতে হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। কোনও শুভাকাঙ্খীর চেষ্টায় বিয়ের কথা পাকা হতে পারে। প্রবাসী বন্ধুর থেকে আজ কিছু উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে বিরোধীরাও আজ আপনার স্বপক্ষে আসবেন।

৯) ধনু রাশিঃ আজ দৈহিক দুর্বলতা কাটিয়ে উঠবেন ধনু রাশির জাতকরা। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে পারে। চাকরির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পাওয়ার আশা কম। বহুজনের সুবিধার্থে আজ আপনার অর্থ ব্যয় হবে। আজ সারাদিন সাবধানে থাকুন, শারীরিক আঘাত পেয়ে রক্তপাতের সম্ভাবনা রয়েছে।

১০) মকর রাশিঃ আজ আপনার প্রতিভার স্বীকৃতি ও সম্মান পাবেন মকর রাশির জাতকরা। কোনও নতুন চাকরি পেতে পারেন। বেড়াতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যেতে পারে। বিকল্পক্ষেত্রে অর্থ উপার্জনের নতুন পথ পেতে পারেন। জ্ঞাতিশত্রুতার কারণে বিপদে পড়তে পারেন। বন্ধুর সাহায্যে বড় ক্ষতি থেকে রেহাই পাবেন।

১১) কুম্ভ রাশিঃ আজ প্রতিবেশীর মনোভাব ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে কাজ করতে হবে কুম্ভ রাশির জাতকদের। নিজের রোজগার করা টাকা আপনি সঞ্চয় করতে পারবেন। অপ্রিয় সত্য আজ না বলাই ভালো। শরীরের নিম্নাংশে আঘাত পেতে পারেন। প্রিয়জনের খারাপ ব্যবহারে কষ্ট পেতে পারেন। নতুন ব্যবসায় সাফল্যের যোগ আছে।

১২) মীন রাশিঃ আজ কোনও সৃষ্টিশীল কাজ করার উদ্যোগ নেবেন মীন রাশির জাতকরা। গবেষণামূলক কাজে সাফল্য আসবে। আজ পেশা পরিবর্তন করতে পারেন। পুরোনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যায় কষ্ট পেতে পারেন। পরিবারের পুরোনো সমস্যার মীমাংসা হবে।


You might also like!